,

হবিগঞ্জে আগুনের ম্যাচ বিস্ফোরিত হয়ে যুবকের আঙ্গুল ঝলসে গেছে

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়ায় আগুনের ম্যাচ বিস্ফোরিত হয়ে মিলন মিয়া (১৯) নামের এক যুবকের হাতের আঙ্গুল ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনা নিয়ে শহরজুড়ে আতংক বিরাজ করছে। খবর পেয়ে ডিএসবি ও সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে ওই যুবককে নজরদারিতে রেখেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ধারণা, এর পেছনে নাশকতার কাজে ব্যবহৃত ঘটনায় কোনো বিস্ফোরক বানানোর কাজে ব্যবহার করার সময় এ ঘটনা ঘটতে পারে। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের আব্দুস সহিদের পুত্র ও মাছুলিয়া এলাকার রুবেল মিয়ার বাসার ভাড়াটিয়া। এ ছাড়া তার নানা বাড়িও এখানে। জানা গেছে, সে রাজমিস্ত্রির কাজ করে। আহত রুবেল জানায়, সহপাঠীকে ম্যাজিক দেখাতে গতকাল বুধবার সন্ধ্যায় সে তার রুমে বসে ম্যাচের বারুদ একত্রিত করে একটি পাত্রে জমা করে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সে বুঝতে পারেনি বিস্ফোরিত হবে। এতে তার বাম হাতের আঙ্গুল ঝলসে যায়। এ সময় তার সহপাঠীরা সটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ও এসআই নাজমুল হক, ইসমাইল, এএসআই নেসার আলী, ডিএসবির এএসআই রুস্তম আলীসহ একদল পুলিশ হাসপাতালে ছুটে যান। গিয়ে থাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানতে চান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। উর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। প্রাথমিকভাবে তাদের ধারণা, নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম তৈরি করছিল। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখাকালে মিলনকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ চলছে।


     এই বিভাগের আরো খবর