,

হবিগঞ্জে শিশু সাংবাদিকতা প্রশিক্ষণে পুলিশ সুপার সোর্স নয়, তথ্য প্রযুক্তির উপর নির্ভরতা বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার: ‘সোর্স নয়, তথ্য প্রযুক্তির উপর নির্ভরতা বাড়াচ্ছে পুলিশ। সাংবাদিকদেরকেও তথ্য প্রযুক্তির নির্ভরতা বাড়াতে হবে। কারণ সোর্স
আপনাকে এক/দুইটা ভাল তথ্য দিলেও, অনেক সময় বিভ্রান্তও করতে পারে।’ কথাগুলো বলেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ‘হ্যালো বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম’ আয়োজিত দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথিরি বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। পুলিশ সুপার আরো বলেন, ‘আপনি সাংবাদিক, আমি পুলিশ; আমরা কেউই আইনের উর্ধ্বে নই। আমরা কেউই পরিপূর্ণ স্বাধীন নই; থাকা উচিতও নয়। আমরা যা ইচ্ছে তা করতে পারি না; আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। আমাদের হাত আইনের হাতে বাঁধা।’ তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার দায়িত্বশীল সাংবাদিকতা দেশের জন্য শুভ ফল ভয়ে আনতে পারে। আবার দায়িত্বহীন সাংবাদিকতা দেশের জন্য অশুভ ও অকল্যাণ বয়ে আনে।’ তিনি বলেন, ‘সাধারণত সাংবাদিকতার জন্য পুথিগত বিদ্যার প্রয়োজন নেই। কিন্তু ভাল সাংবাদিকতার জন্য একজন সাংবাদিককে অনেক কিছুই জানতে হয়, সব বিষয়েই অনেক বেশি পড়াশুনা করতে হয়।’ হ্যালো বিডি নিউজ’র হবিগঞ্জ জেলা সমন্বয়কারী রাসেল চৌধুরীর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিুত ছিলেন, হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সদনপত্র বিতরণ করা হয়। এর পুর্বে গত (০৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্তিুত ছিলেন, হ্যালো বিডি নিউজ’র রিসোর্স পার্সন ইশরাত জাহান মনিকা, দৈনিক কালেরকন্ঠ হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রদীপ দাস সাগর। ইউনিসেফ’র সহযোগীতায় প্রশিক্ষণে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর