,

নবীগঞ্জে ডিড রাইটার বিভূ আচার্য্যের নতুন ভবনের উদ্বোধন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে ডিড রাইটার বিভূ আচার্য্যের নতুন বাসভবন উদ্বোধন উপলক্ষে, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দ ও ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান মিলন-মেলায় পরিণত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত একটানা চলে আয়োজন। কয়েক শতাদিক অতিথির আগমনে মুখরিত হয়ে উঠে পুরো উদ্বোধনী অনুষ্ঠান। সকল শ্রেণী পেশার মানুষের সমাগমে মিলন মেলায় পরিণত হয় উৎসবস্থল। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, বাউসা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ছাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ মা-হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ নজির মিয়া, যুক্তরাজ্যে প্রবাসী মোঃ আলতাব মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ, বাউসা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, নবীগঞ্জ আরমান উল্লাহ ইসলামি একাডেমির প্রিন্সিপাল মাওঃ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ চক্রবর্তী, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ তৈয়ব উল্লাহ, নিখিল (আচার্য্য) মাষ্টার, নবীগঞ্জ পৌর কৃষক লীগের সাবেক সভাপতি প্রমথ চক্রবর্তী বেণু, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গলাল রায়, নবীগঞ্জ অটোরিকশা সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা যুবদল সভাপতি রায়েছ চৌধুরী, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সন্তুষ দাশ, বিশিষ্ট মুরুব্বী মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, ডিডরাইটার স্বপন চক্রবর্তী, ব্যাংক কর্মকর্তা শুভাশিষ চক্রবর্তী, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, বাউসা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পল্টু দাশ সামন্ত, বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ বাছিতুর রহমান চৌধুরী, কুর্শি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমেদ, নব নির্বাচিত মেম্বার অজিত সুএধর, মুক্তিযোদ্ধা সন্তান মোর্শেদ আলী সবুজ, আলী আহমদ, দিপন ধর, মানিক লাল আচার্য্য, সাধন চন্দ্র দাস, অসিম বনিক, সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাদিক মানুষ এতে অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর