,

নবীগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ জানিয়ে ও দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর বিকাল ৪টায় নবীগঞ্জ আব্দুল মতিন চৌধুরী চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে এই চত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সেখানে বিভিন্ন হলে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সল তালুকদার বলেন, জাতির জনকের কন্যাকে নিয়ে যে কটূক্তি করেছে তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এ ঘটনায় ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মোয়াজ্জেম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার এ দেশের থাকার কোনো অধিকার নেই। এছাড়া স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেসব নেতাকর্মী খুন হয়েছে সেসব ঘটনার বিচার করতে হবে। আমরা সকল ছাত্র হত্যার বিচার চাই। বিক্ষোভ মিছিল ও পরবর্তী বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ভট্রাচায্য,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান,মিঠু শীল ও সুব্রত ঘোষ মুন্না সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর