,

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ২টি ড্রেজার মেশিন ধ্বংস

জাবেদ তালুকদার ॥ কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন দুটি ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়, আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এলাকা দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া কুশিয়ারা নদীর তলদেশ থেকে দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গতকাল শনিবার উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন রেখে অপরাধীরা পালিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল, আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়, ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর