,

খাদে পড়ে যাওয়া বাস উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল নারীর :: আহত ২০

আর এইচ শাহিন : শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে মায়ের দোয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সেলিনা আক্তার মায়া (৩৫) নামে এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তিনি শরিয়তপুরের নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতরা হলেন, জনি মিয়া (৩৫), রাবিয়া আক্তার (২৪), দুলাল মিয়া (৭০), তাসফিয়া (১২), রুপা (১৪), নাসিমা (৩০), শাহিন (৪৫), মুতালিব (৪০), শাহানা (৩৮), নাসিমা (৫৫), রুবিনা বেগম (৬০), মনজুয়া (১৭), মুন্নি (৩২), রত্না (১৯)। তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার ভোর ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব- ১৪-৩৬১৮) দেউন্দি মোড়ে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জে আড়াইশ শয্যাবিশিষ্ঠ সদর হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্স এন্ড সিভিল স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঢাকা থেকে সিলেট শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা। নিহত নারীর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর