,

নবীগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজি!

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুকি নিয়ে কাজ করে বিদ্যুৎকর্মীরা

জাবেদ তালুকদার :: মানুষের স্বস্তির আশ্বাস যখন বিদ্যুৎ, তখনই নবীগঞ্জে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। গেল কয়েক মাস লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত ২ মাস ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে। এ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ লোডশেডিংয়ের কারন হিসেবে সাধারণ মানুষ বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করলেও খোজ নিয়ে দেখা যায় ভিন্ন সমীকরন! বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়- নবীগঞ্জের বিদ্যুৎ পুরোপুরি শাহজিবাজার ও শ্রীমঙ্গল গ্রীডের উপড় নির্ভরশীল। শ্রীমঙ্গল ও শাহজীবাজারের দুরত্ব যথাক্রমে ৭২ ও ৭০ কিলোমিটার। তার/বর্তনী ছিড়ে গিয়ে যাতে দূর্ঘটনা না ঘটে যে কারনে ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। অনেক সময় গ্রীড থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়। বাজ পড়লে বা বজ্রপাত হলে আপনা থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার তারে তার পেচিয়ে গিয়ে ফল্ট হলেও আপনা থেকেই লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়া ঝড়ের সময় প্রচন্ড বাতাসে কোন গাছ ভেঙ্গে তারের উপর পড়তে পারে, কিংবা বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে মরণ ফাঁদ তৈরী হয়ে থাকতে পারে, অথবা জলাশয়ে কোন তার ছিড়ে পড়তে পারে যা মানুষ এবং অন্যান্য প্রানীদের জন্য ভয়ানক বিপদজনক। আকাশে বিদ্যুৎ চমকালে তখন অতিরিক্ত ভোল্টেজের সৃষ্টি হয় যা বর্তমানে ব্যবহৃত প্রযুক্তিতে হাই ভোল্টেজ সৃষ্টি করে। বজ্রপাতের এই হাই ভোল্টেজ অনেক সময় খাম্বার মাথার তারের মাধ্যমে ফ্লো হয়ে বাসা বাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে আগুন লাগা, ব্লাস্ট হওয়ার মতো দূর্ঘটনা ঘটায় যার কারনে লোডশেডিং হয়। ঝড়-বৃষ্টি হলে গাছপালা ভেঙ্গে খুটি/লাইনের উপড় পড়ে যায়। এগুলো রেখে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না। এগুলো সরিয়ে সংযোগ দিতে হয়। অনেকসময় বা খুঁটিও ভেঙ্গে পড়ে। খুঁটি/লাইন থেকে গাছ-পালা কাটতে গিয়ে সাধারণ মানুষের তোপের মুখেও পড়তে হয় অনেক সময়। এ ব্যাপারে নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আলীবর্দী খান সুজন বলেন- বিদ্যুৎ কর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে তথাপি বদনাম নিতে হয়। আমরা পূর্বের যে কোন সময়ের তুলনায় আলোর গেরিলার মাধ্যমে গ্রাহকদেরকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। বিদ্যুৎ চলে গেলেই মানুষ আমাদের গালাগালি করে। অথচ তারা যখন গালাগালিতে ব্যস্ত আমিসহ আমাদের বিদ্যুৎ কর্মীরা তখন জীবনের ঝুঁকি-নিয়ে রাত হোক দিন হোক ঝড়-বৃষ্টি উপক্ষো করে বিদ্যুৎ সেবা নিশ্চিতে ব্যস্ত। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আমরা বদ্ধপরিকর।


     এই বিভাগের আরো খবর