,

নবীগঞ্জে মাদক মামলা থেকে জামিনে মুক্তি পেলেন তারেক মিয়া

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে মিথ্যা ষড়যন্ত্রমূলক মাদক মামলা থেকে জামিনে মুক্তি পেলেন তারেক মিয়া। গতকাল রবিবার ২২ মে দুপুরে তারেক মিয়াকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতের বিচারক তাকে মুক্তি দেন। তারেক হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক গত ১৬ মে সোমবার ২০২২ইং নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকার রোকসানা ভিলা থেকে ৬০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে সিদ্দেক মিয়ার প্রবাসী ৩ ছেলের মধ্যে ওই বাসা নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে তাকে মাদক দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবী করে সালামতপুর এলাকার সচেতন মহল কর্তৃক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় গত ১৭ মে মঙ্গলবার। উক্ত মানববন্ধনে এলাকার সচেতন মহলের লোকজন তাদের বক্তব্যে বলেন তারেক মিয়া সালামতপুর গ্রামে দীর্ঘদিন দিন যাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সে মাদব বিক্রেতা বা মাদক সেবী নয়। সে একজন ভালো মনের মানুষ হিসেবে আমাদের এলাকার লোকজনের নিকট পরিচিত। তাই তাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে মাদক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাটি যাতে করে আইন প্রয়োগকারী সংস্থা সঠিক তদন্ত করে এর মূল রহস্য উদঘাটন করেন এর দাবী জানিয়েছিলেন নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর