,

বানিয়াচংয়ের কান্দিপাড়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে লাঞ্চিত ও প্রাণ নাশের হুমকি

সলিল বরণ দাশ : নবীগঞ্জের সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার দেবকে লাঞ্চিত ও প্রাণ নাশের হুমকির অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের দপ্তরে বরাবর দায়ের করেছেন। ওই শিক্ষকের নাম গৌতম কুমার দেব। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। গৌতম কুমার দেবের দাবি, উনার অন্যায় কাজে সর্মথন না দেওয়ায় আমাকে সামাজিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিলেন দীর্ঘ দিন ধরে। এর জের ধরে (২৫শে মে) বুধবার বিকালে স্কুল কম্প্যাসে প্রধান শিক্ষক স্বামীকে দিয়ে মারধরের চেষ্টা করেন। তবে গ্রামবাসীর হস্তক্ষেপে সেদিন রক্ষা পান। লাঞ্চিত সহকারী শিক্ষক গৌতম কুমার দেব আরো বলেন, ‘আমি আতঙ্কিত, আমার নিজের এবং অন্যান্য সহকারী শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি এ ঘটনার বিচার চেয়ে সিলেট ডিডি স্যার বরাবর আবেদন করেছি। আবেদন করে প্রাণ ভয়ে প্রতিকার চেয়ে সংবাদ মাধ্যম সহ কোন মাধ্যমে যোগাযোগ করতে পারিনি। স্কুলটি প্রধান শিক্ষকের শশুড় বাড়ী এলাকায় হওয়ায় উনার স্বামীর নিরেশ দাশের ভয়ে এলাকার মানুষ তাকে সহযোগিতা করতে পারছে না। এ ব্যপারে জানতে চাইলে প্রধান শিক্ষক পম্পা রানী চকদার বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। এমন কোন ঘটনা আমার সহকারী গৌতম কুমার দেবের সাথে ঘটেনি। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রানা লাল দাশ বলেন, ‘আমি বিষয়টি জানার পর শেষ করার জন্য চেষ্টা করলেও প্রধান শিক্ষকের অসহযোগিতার জন্য বিষয়টি সমাধান করা সম্ভব হচ্ছে না বিধায় আমি সহকারী শিক্ষিককে উপর মহলে যোগাযোগ করতে বলেছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায়টি আমি অবগত হয়েছি। তবে বিষয়টি ডিডি স্যার বরাবর অভিযোগ দেওয়াতে স্যারের নির্দেশনার বাইরে আমার করার কিছু নাই। স্কুলের দুই শিক্ষকের মধ্যে কেউই এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর