,

শায়েস্তাগঞ্জ-দেউন্দী শানখলা ব্রীজের ডায়ভেসন রাস্তাটি যেন মরণ ফাঁদ

সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন ১নং ওয়ার্ডের অন্তর্গত শানখলা বাজারের দক্ষিন পাশে অবস্থিত শায়েস্তাগঞ্জ-দেউন্দী আঞ্চলিক সড়কে ছোট ব্রীজটির কাজের কোন অগ্রগতি নেই গত কয়ক মাস পূর্বে পুণঃ নির্মাণের জন্য কাজ শুরু করে একটি ঠিকাদার কোম্পানি কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে এখন পর্যন্ত ব্রীজটির এক তৃতীয়াংশ কাজও শেষ হয়নি। স্থানীয় এলাকাবাসী বলেন পুণঃ নির্মাণ কাজে অবহেলা করেছে ঠিকাদা। পাশে ডায়ভেশন রাস্তাটি খুবই ভয়ংকর ও যে কোনো সময়ের ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা অল্প বৃষ্টি হলেই ড্রাইভেশন রাস্তাটি চলাচলের অনুপযোগী মরণ ফাঁদে তৈরী হয়েছে। প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে এ রাস্তায় যাতায়ত করতে হয়। ডায়বেশন রাস্তাটি নিচু হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী সড়ক ও জনপদ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনস্বার্থে ব্রীজের কাজটি দ্রুত সম্পন্ন করে জনগণের নিরাপদ চলাচলে উপযোগী করে দেওয়ার দাবী সচেতন মহলের।


     এই বিভাগের আরো খবর