,

নবীগঞ্জে প্রভাবশালীদের দখলে সরকারি খাল :: পানি নিষ্কাশন রাস্তা বন্ধ হওয়ায় দুর্ভোগে শিক্ষার্থীরা

সংবাদদাতা : প্রভাবশালীদের দখলে সরকারী খাল থাকায় পানি নিস্কাসন রাস্তা বন্ধ হয়ে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের (৩৩নং) দূর্গাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ চরমে। ডুবার পানি আটকে থাকায় শিক্ষক, শিক্ষার্থীরা, জামা কাপড় ভিজিয়ে কার্যক্রম চালালেও ছোট ছোট শিশুরা ডুবার পানিতে ভিজে বিদ্যালয়ে আসতে পারছেন না। এ থেকে উত্তরণের উপায় খুঁজছেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ। উক্ত বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও সহ-সভাপতি বলেন, উক্ত ইউনিয়নের দূর্গাপুর বাজারে বিদ্যালয়ের পানি নিষ্কাশন এর খাল ভরাট করে প্রভাবশালী, সাজ্জাদ হোসেন, আকদ্দুছ মিয়া, লবল মিয়া, লিলু মিয়া, বিলাত মিয়া নুরুল হক, লিবন মিয়া, আকলিছ মিয়া, সমসু মিয়া, সুবা মিয়া, লেবু মিয়া, আব্দুল আলী, কলমদর আলী, ইংরেজ মিয়া, সবাই মিলে ঘরবাড়ী সহ দোকানপাট করার ফলে পানি নিষ্কাশন রাস্তা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের খাল দখলকারীরা প্রভাবশালী থাকার কারণে। তাদেরকে বাধা দেওয়ার সাহস পাচ্ছেন না কেও। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক সহ শিক্ষক শিক্ষার্থীরা।


     এই বিভাগের আরো খবর