,

নবীগঞ্জে হাজী আব্দুর রশিদ ট্রাষ্টের মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারে মানবিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই ইউনিয়নের এনাতাবাদ (হাজী বাড়ি) গ্রামের প্রয়াত সমাজসেবী হাজী আব্দুর রশিদ ট্রাষ্ট কর্তৃক এ সহায়তা প্রদান করা হয়। ট্রাষ্টের সদস্য সচিব সাংবাদিক এম এ বাছিতের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইউনিয়নের ত্রাণ সমন্বয়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, প্রয়াত হাজী আব্দুর রশিদের সহধর্মিণী নেহার বেগম, ট্রাষ্টের সহ-সভাপতি মোঃ হারুন খান, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফরিদ মিয়া প্রমুখ। আয়োজিত মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল, বাংলাবাজার সংলগ্ন বেজে সম্প্রদায় আশ্রয় কেন্দ্র, রতন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ বন্যা কবলিত শতাধিক পরিবারে ৩ দিনের খাবার উপযোগী ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, অপ্রত্যাশিত বন্যায় আশ্রয়হীন শতাধিক পরিবারে মানবিক সহায়তা দিয়ে পারিবারিক দাতব্য সংস্থা হাজী আব্দুর রশিদ ট্রাষ্ট অনবদ্য নজির স্থাপন করেছে। শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন বলেন, সরকারী সহায়তার পাশাপাশি এভাবে বিত্তশালীরা এগিয়ে আসলে মানবিক সহায়তা গতিশীল হবে। চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, প্রকৃত অর্থেই উপযোগী সময়ে হাজী আব্দুর রশিদ ট্রাষ্টের মানবিক সহায়তা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবিক সহায়তা বিতরণকালে ট্রাষ্ট সংশ্লিষ্ট সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান মোজাহিদ মিয়া সহোদর আলাল মিয়া, ফেরদৌস মিয়া ও আয়শা বেগমের অর্থায়নে পরিচালিত হয় হাজী আব্দুর রশিদ ট্রাষ্ট।


     এই বিভাগের আরো খবর