,

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অঞ্জন রায় : শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন করেছেন কয়েকশত শিক্ষক। সাভারে কলেজ শিক্ষক উৎপল সরকার হত্যা এবং নড়াইলের কলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন সংগঠনের শিক্ষক নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, শিক্ষকরা আজ কেন রাস্তায় নেমেছে? শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারাল? সরকার এ নিয়ে কথা বলছে না কেন? ক্ষমতাসীন দলের লোকেরা কি তাদের প্রশ্রয় দিচ্ছে? বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক যখন কোনো ছাত্রের হামলার শিকার হওয়ার আতঙ্কে থাকে তখন পাঠদান ব্যাহত হয়। তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। কলেজ শিক্ষক উৎপল খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে শিক্ষক নেতারা বলেন, জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নয় মৌজা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান সভাপতিত্বে ও দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ্য মোঃ সফর আলী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাক্ষ ড.সনজিত সেন রায়, সাবেক প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হীরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রনঞ্জন দাশ, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান, বদরুল আলম, নজির আহমেদ, টিটু দাশ, সালেহ আহমেদ, মোঃ কুবায়দুর রহমান, মসিনুর রহমান, কানুমনি সরকার, বিপুল দেব, গোলাম রব্বানী, জাহাঙ্গীর বখত চৌধুরী, মোঃ রুবেল মিয়া, মো: শামীম আহমেদ, ফখরুল ইসলাম, কাঞ্চন বনিক। এতে উপস্থিত ছিলেন তাপস আচার্য, প্রভাষক খালিকুজ্জামান রুপেশ দাশ, রেজাউল আলম, কৃপেশ দেব, মো: শাহীন, মোজাম্মেল, জিয়াউল আলম সাজু, আবদুল কাদির, মোস্তাহিদ আহমেদ, শিক্ষক কৃপেশ চক্রবর্তী, সলিল দাশ, রাজিব দাশ, দিপক দাশ, আলী আজগর, শিলাপদ দাশ, অজয় ধর, শিক্ষক মহিনুর রহমান, পিন্টু রায়, অশেষ দাশ, গীতেন্ধ্র দাশ, মীর জিয়াউর রহমান, সালেহা বেগম প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্কুলমাঠে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করা হয় দুদিন পর তিনি মারা যান। এ হত্যাকান্ডেরর ঘটনায় ৩০ জুন জিতুকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় নিহতের ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় মামলা করেন।


     এই বিভাগের আরো খবর