,

নবীগঞ্জে এলজিইডির উদ্যোগে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা রোড সেফটি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সড়ক নিরাপত্তা বিষয়ক এক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সাব্বীর আহমেদ, উপজেলা রোড সেফটি কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ ছাদেক হোসেন, ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান নোমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, প্রভাষক মোঃ রেজাউল করিম, মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমন, বিআর টিএ ইন্সপেক্টর মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রাশেদুল আলম, ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মোঃ খায়েরুজ্জামান, অফিস ব্যবস্থাপক ব্র্যাক প্রধান কার্যালয়, মাইনুল ইসলাম, অফিস মেইনটেইনার প্রধান কার্যালয়, মোঃ আজমত উল্লাহ, ডিভিশনাল কো-অর্ডিনেটর, হাসান আলী, ফিল্ড কমিউনিকেটর ব্র্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি মোঃ শফিকুল ইসলাম। এছাড়া আরও অনেকে উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। কর্মশালায় সড়ক নিরাপত্তা অভিযান বিষয়ে সকলে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এছাড়া কিভাবে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা যায় সে ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন। সর্বশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অত্র উপজেলায় কোন কোন জায়গায় বেশি দুর্ঘটনা ঘটে এবং কেন ঘটে তা নিয়ে আলোচনা করা হয় এবং সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি কর্মপরিল্পনা করা হয়। উক্ত কমিটির সদস্যরা কিভাবে এই কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করবে সে বিষয়ে দিক নিদের্শনা দেয়া হয়। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর