,

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক বিপদগামী হচ্ছে যুব সমাজ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে হাত রাড়ালেই এখন ইয়াবা টেবলেট পাওয়া যাচ্ছে, যুবকদের পাশাপাশি এতে করে আইনশৃ্খংলা বাহিনির সন্দেহ এড়াতে, এখন শিশু ও নারীরা এসব ব্যবসায় জড়িয়ে পরছে, অভিযোগ রয়েছে অসাধু কিছু আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের কে ম্যানেজ করেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বড় বড় মাদক সম্রাটরা কারাগারে থাকার সুযোগে চুনুপুটি এখন মাদক ব্যবসা করে লাখলাখ টাকার মালিক হয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানাজায়, শায়েস্থাগঞ্জ বিরামচর, মহলুল সুনাম, নিজ গাঁও, দাউদ নগর, রেল কলনী, নতুনব্রীজ, হবিগঞ্জের বহুলা, ভাদৈ, রাজ নগর ২নং পুল, উমেদ নগড় সহ বিভিন্ন এলাকায় মাদকের স্পর্ট রয়েছে, সন্ধা নামার সাথে সাথেই এসব স্পর্টে লাখলাখ টাকার মাদক বিক্রি হচ্ছে, এছারা বিভিন্ন যানবাহনে হাত বাড়ালেই এখন ইয়াবা পাওয়া যায় বলে যাত্রীরা জানিয়েছেন। মাদক সেবনের টাকা যোগানের জন্য উঠতি বয়েসের যুবক যুবতিরা চুরি ছিনতাই দেহ ব্যবসা সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জরিয়ে পরেছে। জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম জানান মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে, খবর পাওয়ার সাথেসাথেই অভিযান করা হয়। ইতিমধ্যে হবিগঞ্জ জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর