,

নবীগঞ্জের আউশকান্দিতে রাস্তার বেহাল দশা :: দেখার কেউ নেই

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার রহমান ফিলিং স্টেশন হইতে আকলুছ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশায় ২/৩টি গ্রামের অন্তত ৩ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রায় দেড় কিলোমিটার রাস্তার অবস্থা খুব খারাপ। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ ও স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অবস্থা খুবই খারাপ। বাইসাইকেল/মোটরসাইকেল তো দূরের কথা হেটে যাওয়াই দুস্কর। হেটে গেলেও পা পর্যন্ত ঘেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ২/৩টি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা না হওয়ায় গ্রামের মানুষদের বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রাস্তটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা পানি থাকার কারণে প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। র্দীঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখন পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এ প্রতিনিধিকে জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করছে ইউনিয়নের বিভিন্ন রাস্তাসহ অনেক ছোটখাটো রাস্তা পাকা করণ করলেও এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করণ তো দূরের কথা রাস্তাটিতে কাজই করা হচ্ছে না। স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই কঠিন। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হয়। রাস্তাটির সংস্কার হলে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের চলাচলের পথ সুগম হবে। তারা আরো বলেন আমরা রাস্তার সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হলেও কোন প্রতিকার পাচ্ছি না। আমাদের রাস্তার করুন অবস্থা কিন্তু দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। কাঁদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। শিক্ষার্থীরা সময় মতো স্কুলে যেতে পারে না। মেরামতের অভাবে এখন রাস্তাটি চলাচলের অনুপযোগী। রাস্তাটি মেরামত করে চলাচলের উপযুক্ত করে তোলার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর