,

মাধবপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে শহীদ মিনার

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের সামনে মাঠের এক কোণে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে বছর জুড়ে। শুধুমাত্র ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ অন্যান্য দিবসে এর কিছুটা কদর দেখা যায়। এছাড়া সারা বছরই অরক্ষিত থেকে যায় শহীদ মিনারটি।
সরেজমিনে গিয়ে দেখা যায, মিনারের উপরে পিছনের অংশে কিছু সিমেন্টের প্রলেপ উঠে যাওয়ায় এবং বিক্ষত চারদিকে অসংখ্য ফাটল যেন কোনোমতে দাঁড়িয়ে আছে শহীদ মিনারটি, কারোরই কোনো সদয় দৃষ্টি নেই শহীদ মিনারটির প্রতি, নেই কোন সংস্কারের উদ্যোগও। জানা যায়, ১৯৯৪ সালে এই শহীদ মিনারটি নিমার্ণ করা হয়েছিল। একসময়ে এই শহীদ মিনারটি ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহার হতো এবং ফুলে ফুলে ভরে উঠত মিনার প্রাঙ্গন, এখন আর সে রকম হয়ে উঠে না শুধু ২১শে ফেব্রুয়ারিতে দু-একটি সংগঠন সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করতে আসতে দেখা যায় । তবে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাশীল হতে সামাজিক সচেতনতা অধিক জরুরি মনে করেন এলাকার সুশীল সমাজের লোকেরা। এলাকার শিক্ষার্থী বিশিষ্টজনদের একটাই দাবি, অতিদ্রুত বর্তমানে ধর্মঘর ইউনিয়ন পরিষদ মাঠের কোণে পূর্বে নির্মিত বেহাল শহীদ মিনারটি ভেঙ্গে একই স্থানে নতুন করে নির্মাণ ও দর্শনীয় করে স্থাপন করার প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর