,

মাধবপুরে অবৈধ চায়না রিং চাই জাল পুড়িয়ে বিনষ্ট

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা মৎস্য দফতরের উদ্দ্যোগে নদী, বিল, খালে অবৈধ জালের বিরুদ্ধে এক অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার চায়না রিং চাই জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস অফিসার ফরিদুল হকের অভিযান চলাকালে বুল্লা ইউনিয়নের বানেশ্বর, মাজিশাইল, ধনকুড়া, পাটুলি এলাকা থেকে ৩২ টি রিং জাল, ৩৭ টি কারেন্ট জাল মোট ৪১২৫০ মিটার জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। জব্দকৃত অবৈধ চায়না রিং চাই/জাল ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস অফিসার ফরিদুল হক বলেন, সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর