,

নবীগঞ্জে স্ত্রীর পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানীর শিকার নূর আলীর পরিবার

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে স্ত্রীর পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূর আলীর পরিবারের লোকজন। ভুক্তভোগীরা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন), গ্রামের প্রতিবেশী সুবাধে রিংকু আচার্য্য নামে এক ব্যক্তির সাথে আত্মীয়তার বন্ধন গড়ে উঠে নূর আলীর পরিবারের লোকজনের সাথে। এরই সুবাধে গত দুই বছর পুর্বে নূর আলীর স্ত্রী রুহেনা বেগমের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা কর্জ নেন রিংকু আচার্য্য। সম্প্রতি এই পাওনা টাকা ফেরত চাইলে রিংকুর সাথে মন মালিন্য দেখা দেয়। এক পর্যায়ে রুহেনা বেগমের সাথে মোবাইল ফোনে তর্কবিতর্ক বাধে রিংকুর। এরই জের ধরে ১ লাখ টাকা চাঁদা দাবী ও মারধরের অভিযোগ এনে নূর আলী তার স্ত্রী এবং শ্যালককে আসামী করে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন রিংকু আচার্য্য। এতে করে চরম বিভ্রান্তিতে পড়েছেন নূর আলীর পরিবারের লোকজন। খুর্শেদ আলম নামে এক ব্যক্তি বলেন, নূর আলী এলাকার অত্যন্ত ভদ্রলোক। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য। তার বিরুদ্ধে এহেন অভিযোগ কাম্য নয়। ভজিন্ড সূত্রধর নামে আরেক ব্যক্তি বলেন, নূর আলী ও তার পরিবারের লোকজনের উপর মামলাটি প্রত্যাহার চাই। কারণ আমাদের এলাকায় রিংকু আচার্য্যর উপর হামলার মত কোনো ঘটনা ঘটেনি। নূর আলী বলেন, আমি সাধারণ মানুষ। আমার মানসম্মান ক্ষুন্ন করতেই রিংকু আচার্য্যকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর