,

বড় ভাকৈর গ্রামের ফুটবল মাঠ দখল মুক্ত করতে গ্রামবাসীর মানববন্ধন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গতকাল রোববার ১৪ আগস্ট ২০২২ইং তারিখে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় প্রকাশিত নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের ফুটবল মাঠ দখল মুক্ত করতে গ্রামবাসীর মানববন্ধন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে। গতকাল রোববার মোঃ চুনু মিয়া গং যে প্রতিবাদ বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশ করেছে তা শাক দিয়ে মাছ ঢাকার মতো অব¯’া। কারণ- চুনু মিয়া গং উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় ভাকৈর গ্রামের শত বছরের পুরাতন ফুটবল মাঠটি দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ, এবং পার্শবর্তী সরকারী ভূমি দখল কওে গাছ পালাসহ বিভিন্ন ধরণের কাজ কর্ম পরিচালনা করে আসছে। পাশাপাশি বড় ভাকৈর গ্রামের জনগণ চলাচলের রাস্তার সংলগ্ন দেওয়া দিয়ে জনসাধারণ চলাচলে বিগন্ন ঘটাচ্ছে। যা সরকার তথা গ্রামবাসী তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিগত দিনে বড় ভাকৈর গ্রামবাসীর মাঠ উন্নয়নে এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উক্ত মাঠ উন্নয়নে বরাদ্ধ দিয়ে সহযোগিতা করেছেন। আজ ওই মাঠটি চুনু মিয়া গং দখল করে রেখেছে। উক্ত মাঠ উদ্ধারে গত ১১ আগষ্ট বৃহস্পতিবার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের লোকজন একটি বিশাল মানববন্ধন করে মাঠ উদ্ধারের বিষয়ে প্রশাসনের সার্বিক সহয়োগিতা চান। এরই প্রেক্ষিতে সাংবাদিকগণ সত্য বস্তু নিষ্ট সংবাদ প্রকাশ করেছেন। যা এলাকাবাসী তথা সরকার বাহাদুরের পক্ষে সত্য সংবাদটি প্রকাশ করা হয়েছে। এই সংবাদ প্রকাশের পর থেকে চুনু মিয়া, শামন মিয়া গং এলাকার নিরিহ লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। কারণ- গ্রামের নিরিহ লোকজন উক্ত মাঠ উদ্ধারের মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং গ্রামবাসীর বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে থাকেন। অবিলম্বে মাঠ দখলদার ও তাদের ইন্ধনদাতাদের খোঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আইন শৃঙ্খলা বাহিনী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকার নিরিহ লোকজন। পরিশেষে মিথ্যা প্রতিবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী, গ্রামবাসীর পক্ষে
মোঃ নজমুল হোসেন, পিতা-মৃতঃ আহমদ হোসেন
মোঃ আলীম উদ্দিম, পিতা-মৃতঃ সফাত উল্লাহ
উভয় গ্রাম- পূর্ব বড় ভাকৈর, ২নং ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর