,

বানিয়াচংয়ে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে জান্নাত আক্তার নামের ১৮ মাসের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডাক্তারের ইসিজি ও পুলিশের গ্যাড়াকলে পড়ে রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে ওই শিশুর লাশ জরুরি বিভাগের সামনে পড়েছিলো। হাসপাতালে আসা অনেকেই মন্তব্য করছেন শিশু বাচ্চাটি দুপুরে মারা গেছে। অথচ তার লাশ আইনি জটিলতায় পড়ে আছে। কখন লাশ বাড়ি নেয়া হবে আবার কখন দাফন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আগে কোনো রোগী হাসপাতালে এলে পুরাতন চিকিৎসকরা ইসিজি ছাড়াই বলে দিতেন রোগী মারা গেছে। কিন্তু এখন রোগী মারা গেলেও নবাগত ডাক্তাররা ইসিজি ছাড়া সঠিক কিছু বলতে পারেন না। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয় মারা যাওয়া ব্যক্তির স্বজনদের।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পুলিশ জানায়, আইনি জটিলতায় লাশটি যথাসময়ে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। যদি ময়নাতদন্ত না হয় তাহলে দুই থানার ওসির মতামতের ভিত্তিতে বিজ্ঞ এডিএম অনুমতি দিলে লাশ হস্তান্তর করা হবে। জান্নাত সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের প্রবাসী মোজাহিদ মিয়ার কন্যা।


     এই বিভাগের আরো খবর