,

বাজারে কমেছে কাঁচা মরিচসহ সবজির দাম

মনিরুল ইসলাম শামিম, বাহুবল : বাহুবলে মাছ ও মাংসের দামের অস্থিতিশীলতায় কিছুটা স্বস্তির বাতাস বইছে কাঁচা মরিচসহ সকল ধরণের সবজি বাজারে। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি বাড়তে থাকা কাঁচা মরিচের দাম ১৫০-২০০ টাকা ও প্রায় সব সবজির দাম ১০/১৫ টাকা করে কমেছে। এছাড়াও ডজন প্রতি ডিমের দাম কমেছে ৪০ থেকে ৪৫ টাকা করে। বিক্রেতারা বলছেন, আজ বাজারে প্রতিটি সবজিই ক্রেতাদের ক্রয় মতার মধ্যে রয়েছে। গতকাল শনিবার বাহুবলের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা ধরে। যা গত কয়েক সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা ধরে। এদিকে বাজারে বেগুন ৫০, আলু ২৫-৩০, শসা ৫০, টমেটো ৮০-১০০, করলা ৪০, ঢেঁড়শ ৩৫-৪০, কাঁচা পেঁপে ২০, চিচিংগা ৬০, ধুন্দল ৬০, বরবটি ৭০, কাঁকরোল ৪০, পটল ৩৫-৪০, কাঁচকলা ৪০, কচুর মুকি ৩৫, মুলা ৪০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ফিস ফুলকপি/বাধাকপি ৪০, লাউ ৪৫-৫০, লাল লাক ও কমলি শাকের আটি ১০ টাকা ধরে বিক্রি হচ্ছে। ক্রেতা গিয়াস উদ্দিন বলেন, গত কয়েক সপ্তাহে কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেক্রে যাওয়ায় ১০০-২০০ গ্রাম করে কিনতে হয়েছে। আজ বাজারে কাঁচা মরিচের দাম কমায় চাহিদা পরিমাণ ক্রয় করতে পেরেছি। এছাড়াও ডিম ও অন্যান্য সবজির দাম ক্রয় মতার মধ্যে ফেরায় তার মাঝে স্বস্তি ফিরেছে বলে জানান। বাহুবল বাজারের খুচরা বিক্রেতা রুবেল মিয়া জানায়, এ সপ্তাহে সকল ধরণের সবজিতেই ১০/১৫ টাকা ও ডিমের ডজনে কমেছে ৪০-৪৫ টাকা। যেখানে গত কয়েক সপ্তাহে কাঁচা মরিচের কেজি ২৫০-৩০০ টাকা করে বিক্রি করতে হয়েছে সেখানে এখন ৮০-১০০ টাকায় বিক্রি করতে পারছি। এতে ক্রেতার সংখ্যা বেড়েছে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর