,

নবীগঞ্জের নিজ আগনায় ৫০ বছরেরও বেশি সময় ধরে কাঁদামাটি মারিয়ে যাতায়াত করেছেন জনসাধারণ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের অবস্থিত নিজ আগনা গ্রাম। এক সময় পরগনা হিসেবে মৌলভীবাজার, ওসমানী নগর, নবীগঞ্জের স্বীমান্তবর্তী শেরপুর পর্যন্ত বিস্তৃত ছিল গ্রামটি। গ্রামের ভিতর দিয়ে গেছে একটি রোড যা গ্রামের প্রধান সড়ক হিসেবে পরিচিত। এই রোডটি মাত্র ১ কি.মি.। জগন্নাথপুর থেকে ইনাতগঞ্জ হয়ে বাইপাস রোড হিসেবে যুগযুগ ধরে এই রোডটি ব্যাবহার হচ্ছে। ৫০ বছরেরও বেশি সময় ধরে কাঁদামাটি মারিয়ে নবীগঞ্জ থেকে জগন্নাথপুর যাতায়াত করেছেন জনসাধারণ।
১৯৯৬ইং সালে শাহ এমএ.এস কিবরিয়া নিজ আগনা গ্রামের এই রোডটি ইটসলিং করেছিলেন। পরবর্তীতেএ রাস্তায় আর কোন উন্নয়নের ছোয়া লাগেনি। এরই মধ্যে এলাকাবাসী রোডটি পাঁকা করনের জন্য একাধিকবার স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির কাছে আবেদন করলেও কোনো কাজ আসেনি। বর্তমানে রোডটিতে রিক্সা-গাড়ি চলাচল তো দূরের কথা হাটাঁচলাও অনেক কষ্টসাধ্য। স্থানীয় জনসাধারণ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি মেরামতের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর