,

মাধবপুরে বোবা শিশুকে নিয়ে বিপাকে পুলিশ

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে আট বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে নিয়ে মাধবপুর থানার পুলিশ বিপাকে পড়েছেন। তার পিতা-মাতার সন্ধান চেয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েও তার অভিভাবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে ওই শিশু বাড়ি যেতে এখন ব্যাকুল হয়ে কান্না করছে। কিন্তু নিজের নাম প্রকাশ করতে না পারায় পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মাধবপুর থানার শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা এসআই শিবানী দাশ জানান, গত ৫ সেপ্টেম্বর বাকপ্রতিবন্ধী শিশুটিকে স্থানীয় লোকজন উপজেলার বাঘাসুরা কালিকাপুর বাজারে ঘোরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে মাধবপুর থানা শিশু ডেস্কের তত্ত্বাবধানে রাখে। তার পিতা-মাতার সন্ধান না পাওয়া গেলে সমাজসেবার মাধ্যমে তাকে সেফ হোমে রাখা হবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির সন্ধান পেতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া গণমাধ্যমে পাঠানো হয়েছে। যদি কেউ বাচ্চাটিকে চিনে থাকেন তাহলে মাধবপুর থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর