,

অসুস্থ নাজমা ও তার প্যারালাইসড মাকে অর্থ ও সেলাই মেশিন প্রদান করলো প্রবীন হিতৈষী সংঘ

বাহুবল প্রতিনিধি : বাহুবলে অসুস্থ নাজমা এবং তার মা দিলারা খাতুনকে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছে প্রবীন হিতৈষী সংঘ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে নাজমা খাতুন-এর ভাড়া বাসায় উপস্থিত হয়ে সংঘের নেতৃবৃন্দ এ সহায়তা পৌঁছে দেন। নেতৃবৃন্দ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাজমা খাতুন এর মা দিলারা খাতুনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ শরিফ উল্লা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমেদসহ সংঘের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরৃল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংবাদিক মোঃ নূরৃল ইসলাম মনি ও মনিরুল ইসলাম শামীম।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরস্থ কিশলয় জুনিয়র হাই স্কুল (কিন্ডারগার্টেন) এ ৩ হাজার ৯০০ টাকা বেতনভোগী ‘আয়া’ স্বামী পরিত্যক্তা নাজমা খাতুন দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পথরজনিত সমস্যায় ভোগছে। ভূমিহীন এ নারী তার মা প্যারালাইসিস রোগী দিলারা খাতুন ও ৯ম শ্রেণিতে পড়ুয়া একমাত্র কন্যা আখি আক্তারের ভরণ-পোষণ চালিয়ে নিজের অপারেশনের অর্থ জোগাড় করতে পারছিল না। তার এ দূরবস্থার উপর স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রবীন হিতৈষী সংঘ, হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের দষ্টিগোচর হয়।
অসহায় এ পরিবারটিকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৪২৮৪৯০৩২ (বিকাশ)।


     এই বিভাগের আরো খবর