,

মাধবপুরে বনবিভাগের অভিযান বিভিন্ন প্রজাতির বন্য পাখী জব্দ

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনী ইউনিয়নের কয়েকটি গ্রামে গতকাল রবিবার স্থানীয় পাখি প্রেমিক সোসাইটির সদস্যদের তথ্যের ভিত্তিতে দিনব্যাপী হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্ত্বে ও র‌্যাব-৯ এর সহযোগীতায় বন্য পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই অভিযানে ১টি ডাহুক, ১টি কুরা, ১ টি সরালি, ৪টি ঘুঘুসহ বিপুল সংখ্যক পাখির ফাঁদ, খাচা, লাসাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। তবে বন্য প্রাণী আইনে কোন কোন মামলা দায়ের হয়নি। এর আগে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে আমরা অভিযান পরিচালনা করি, চৌমুহনী ইউপির কমলপুর গ্রামে পটাশ বিষটোপ দিয়ে একদল শিকারীচক্র আমাদের কাছে আত্বসমর্পন করে এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।
হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আমাদের সকলে পাখি সংরক্ষনে এগিয়ে আসা উচিত। এসব অভিযান আমাদের রুটিন কার্যের একটি অংশ।


     এই বিভাগের আরো খবর