,

আমার বিদ্যাভূমি

জাবেদ তালুকদার

ধনমান্য যশের গাঁথা আমদের এই নবীগঞ্জ
তার মাঝে আছে এক মাদ্রাসা, সকল প্রতিষ্ঠানের সেরা!
ইহা ইট পাথরের তৈরি, রেলিং দিয়ে ঘেরা।
এমন মাদ্রাসা কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল বুদ্ধি উজার করা, আমার বিদ্যাভূমি!
স্যার-ম্যাম, দপ্তরি তারা কোথায় এমন খাটে?
কোথায় এমন আনন্দ জাগে এমন খুশি মুখে!
ও তার বেলের ডাকে পুলকিত হয়ে উঠি গভীর মনের সুখে!
এত ভালো শিক্ষকগণ।
কোথায় পাবে এমন মুগ্ধ ব্যবহার!
কোথায় পাবে এমন খুশির ঝিলিক থাকে আপলক তাকিয়ে।
মোরা বেঞ্জির উপর নুয়ে পড়ি খাতা-কলম নিয়ে,
স্যার-ম্যামের স্নেহ, কোথায় এমন পাবে কেহ?


     এই বিভাগের আরো খবর