,

জুয়ার বিচার

লেখক- মো: ইয়াকুব আলী

জাফলং এর যুব সমাজ করছে জুয়ার বিচার,
বৃদ্ধ হলেও অপরাধীর নাই কো কারো ছাড়।
ধন্য তাদের মানব জীবন যুব সমাজের,
উত্তম ফল দাও প্রভূ যুবককের কাজের।
অপরাধ দমনে ধরছে তারা সত্য ন্যায়ের হাল,
বিশ্বজুরে উরাবে তারা মানবতার পাল।
পাপ থেকে যুবকদের করত যারা বারন,
বিপথগামি বৃদ্ধদের আজ করছে যুবক শাসন।
যবক বৃদ্ধ ছাড় নাই হচ্ছে ন্যায় বিচার,
যুবকেরা ন্যায় প্রতিষ্ঠায় করছে অঙ্গীকার।
অপরাধী যেই হোক পাবে কঠোর শাস্তি,
ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে আসবে ধরায় শাস্তি।
এখান থেকে শিক্ষা নিলাম করতে ন্যায় বিচার,
দেশ ও জাতির জন্য মোরা করব অঙ্গীকার।
মানবতার হাত বারায় অসহায়দের জন্য,
এমন সন্তান পেয়ে আজ জাফলংবাসী ধন্য।
আউলিয়াদের আগমনে ধন্য মোদের জীবন,
জাফলংবাসী সন্তানেরা দেশের মানিক রতন।
কোন ভাষাতে লিখব আমি তাদের জয় গান,
আল্লাহ তুমি বারিয়ে দাও সর্বকালের সম্মান।

রচনার স্থান : মামার বাজার, জাফলং, গোয়াইনঘাট, সিলেট।


     এই বিভাগের আরো খবর