,

দূর্গাপূজায় নিরাপত্তার লক্ষ্যে কন্ট্রোল রুম উদ্বোধন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শহরের ঘাটিয়াবাজার এলাকায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কন্ট্রোল রুম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন কুমার চাকমা, মাফরোজা আক্তার শিমুল, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহমুদুল হাসান, সদর থানার ওসি গোলাম মতুর্জা, ওসি (তদন্ত) মোঃ বদিউজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। এ সময় পুলিশ সুপার বলেন, পূজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কন্ট্রোল রুমে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন থাকবে। ফোন ও ম্যাসেজ পাওয়া মাত্রই পুলিশ যথা সময়ে পৌঁছে যাবে সমস্যা সমাধান করবে। যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পূজা মন্ডপ কর্তৃপক্ষকে বলা হয়েছে কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার জন্য।


     এই বিভাগের আরো খবর