,

বন্দিরা মানবেতর জীবন যাপন করছেন সকল অফিস আদালতে নিষেধাজ্ঞা শিথিল হলেও হবিগঞ্জ কারাগারে শিথিল হয়নি

জুয়েল চৌধুরী : সকল স্বায়ত্বশাসিত ও সরকারি অফিস আদালতের ওপর থেকে বিধিনিষেধ শিথিল হলেও হবিগঞ্জ কারাগারে বিধিনিষেধাজ্ঞা এখনও শিথিল করা হয়নি। জেলা কারাগারে চলছে কঠিন নিষেধাজ্ঞা। বন্দিরা কারাগারের ভেতরে মানবেতর জীবন যাপন করছেন। দেখা সাক্ষাত তো দূরের কথা এমনকি বাহির থেকে খাবারও ভেতরে দেয়া হচ্ছে না। যাদের পকেট ভর্তি টাকা আছে তারাই মূলত কারাগারের অভ্যন্তরের ক্যান্টিন থেকে অতিরিক্ত দামে ভালো খাবার কিনে খেতে পারছেন। আর যাদের টাকা নেই তারা দিনের পর দিন কারাগারে শুকনো রুটি ও দুবেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করছেন।
জানা যায়, করোনার বিধিনিষেধে সারাদেশে অফিস আদালত, কারাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ১ বছর ধরে নিষেধাজ্ঞা শিথিল হলেও কারাগার রয়ে গেছে আগের মতো। যেমন ১৫ দিনে শুধুমাত্র ১ দিন বন্দিদের সাথে ১ জন ৫ মিনিট দেখা করতে পারেন। অথচ জেলকোড অনুযায়ী বন্দিদের সাথে স্বজনরাসহ যে কোন মানুষ প্রতিদিন দেখা করতে পারবেন। কিন্তু এখন আর তেমনটি হচ্ছে না। এ ছাড়া বাহির থেকে কোনো খাবার না দেয়ায় অনেক বন্দিরা বাধ্য হয়ে জেলের খাবার খেয়েই দিন কাটাচ্ছেন। সম্প্রতি কয়েকজন বন্দি জামিনে বেরিয়ে এসে জানিয়েছেন, স্বজনদের সাথে দেখা করলে হয়তো কারাগারে থেকেও মন কিছুটা হালকা থাকে। কিন্তু ১৫ দিন পর পর একটু সময় দেখা করার সুযোগ দেয়া হয়। এমন পরিস্থিতিতে বন্দিরা চিন্তিত হয়ে কেউ স্ট্রোক করছেন। আবার কয়েকজন মারাও গেছেন। তারপরও কারাগারে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে না। খবর নিয়ে জানা গেছে, হবিগঞ্জ জেলের চেয়ে অন্যান্য জেলে সুযোগ সুবিধা পাচ্ছে বন্দিরা। কিন্তু হবিগঞ্জ কারাগারেই এমন চিত্র। এ বিষয়ে কারাগারের একজন কর্মকর্তা জানান, উপর থেকে আদেশ না পাওয়া পর্যন্ত আগের আদেশেই জেল পরিচালনা করা হচ্ছে। তবে শিথিলের আদেশ এলে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর