,

বাহুবলে রাস্তায় কুড়িয়ে পাওয়া বৃদ্ধকে নিয়ে বেকায়দায় পুটিজুরী ইউপি চেয়ারম্যান

এফ আর হারিছ, বাহুবল : বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে মহাসড়কে কুড়িয়ে পাওয়া এক বৃদ্ধকে নিয়ে বেকায়দায় পড়েছেন পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধায় মহা-সড়কের পুটিজুরী বাজারে প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধ রাস্তার উপর অগুছালো চলাফেরা দেখে দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুটিজুরী ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
এ সময় পুটিজুরী ইউপি চেয়ারম্যান পরিষদে উপস্থিত না থাকলেও পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশ ও দফাদারদের ওই বৃদ্ধের সেবা যত্ন করার নির্দেশ দেন। তার কথামত গত একরাত বৃদ্ধকে ঠিকমত সেবা যত্ন করা হয়, এবং সোশ্যাল মিডিয়ায় তার সন্ধান লাভে বিভিন্ন পোষ্ট করা হয়। কিন্ত অদ্যবধি পর্যন্ত ওই বৃদ্ধের কোনে আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নাই। ইউনিয়ন পরিষদে আটক বৃদ্ধ সে তার নাম বলছে ইছাক মিয়া। বাড়ি হবিগঞ্জের বানিয়াচং এর ১১নং ইউনিয়নে। তার ওয়ার্ড মেম্বারের নাম আলফু মিয়া। এর বেশি কিছু বলতে পারছেনা। একরাত একদিন বিভিন্ন সেবা যত্ম করে রাখার পরও বর্তমানে ওই বৃদ্ধ ত্রুমেই দূর্বল হয়ে পড়ছেন, এবং বিছানায় প্রস্রাব পায়খানা করতেছেন বলে জানিয়েছেন পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। এমন্তাবস্তায় একজন বৃদ্ধ মানুষের উপকার করতে যেয়ে রীতিমত বেকায়দায় পড়েছেন ওই চেয়ারম্যান।
কেউ যদি ওই বৃদ্ধ লোকটার পরিচয় সনাক্ত করতে পারেন তাহলে পুটিজুরী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।


     এই বিভাগের আরো খবর