,

মা’য়ের অনুরোধে পুলিশের চাকরি না করে দীর্ঘ ৪১ বছর শক্ষকতা করেন সাধন বনিক

শেখ জাহান রনি, মাধবপুর : হাজারও তরুণের স্বপ্ন থাকে ছাত্র জীবন শেষে ভাল চাকরি করবে তার মধ্যে পুলিশের চাকরি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ যা অনেক তরুণ মনে করে এই চাকরি করে জনগণ ও দেশের সেবা করা যায়। তেমনই সন্তানদের পিতা মাতার আশা থাকে সন্তান পড়ালেখা শেষ করে সরকারি কোন ভাল চাকরি করবে।
বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে গত ৫ অক্টোবর এই দিবসে সরজমিনে গিয়েছিলাম হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন বনিক এর সাথে কথা হলে তিনি জানান, তিনি ১৯৬৯ সালে বিএ ডিগ্রি শেষ করেন। পড়ালেখার জীবন শেষ করার পর পুলিশের চাকরি প্রস্তাব আসে। চাকরির প্রস্তাব আসার পর উনার বড় ভাই নিয়ে যান সিলেটে এক পুলিশ কর্মকর্তার বাসায় সেখানে যাওয়ার পর পুলিশ কর্মকর্তা উনাকে জিজ্ঞেস করেন পুলিশের চাকরি করেন কিনা পরে তিনি ওই কর্মকর্তাকে চাকরি করার বিষয়ে সম্মতি দেন। সম্মতি দেওয়ার পর পুলি কর্মকর্তা উনাকে বলেন আগামীকাল পুলিশ লাইনস থেকে ৫০ পয়সা দিয়ে একটি ফরম ক্রয় করে অফিসে জমা দিলে পুলিশ নিয়োগপত্র দিয়ে দেয়া হবে। পরে সিলেট থেকে খুশির সাংবাদ নিয়ে বাড়ি ফিরে এসে চাকরির বিষয়ে উনার মা’কে বলেন। উনার মা পুলিশের চাকরির কথা শুনে এই চাকরি করতে না বলে দেন। পরে উনার মায়ের অনুরোধ ১৯৭২ সালে ১২০ টাকা বেতনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি আরও জানান মহান পেশা শিক্ষকতার প্রতি উনার ছাত্র জীবন থেকে একটা অন্য রকম ভাল লাগা কাজ করত এবং ছাত্র জীবন শেষে মায়ের অনুরোধে পুলিশের চাকরি প্রস্তাব ফিরিয়ে দিয়ে শিক্ষকতা পেশায় দীর্ঘ ৪১ বছর কাটিয়ে দেন পরে ২০১৩ সালে অবসর যান। সম্প্রীতি সময়ে এখন নিজের বাড়িতে অবসর সময় পার করেছেন শিক্ষক সাধন বনিক।


     এই বিভাগের আরো খবর