,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ইং হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক জনতার এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জের বাণী, দৈনিক লোকালয় বার্তা, দৈনিক প্রভাকর, দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী সংবাদকর্মী জাবেদ তালুকদারকে হা-পা কেটে ফেলার হুমকী, নবীগঞ্জে সুদখোর, জুয়াড়ী গুলজার ও তার পরিবারের এবং বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ তিমিরপুর গ্রামবাসী শিরোনামসহ ভিন্ন ভিন্ন শিরোনামে এবং গত ৬ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ১৫তম পৃষ্টায় নবীগঞ্জে মাদকসেবী ও বিক্রেতা গুলজার সাংবাদিককে হাত-পা কেটে ফেলার হুককি মামলা প্রকাশিত সংবাদটি আমার ও আমার পরিবারের দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানীকর ও মনগড়া বটে। একটি কু-চক্রি মহল সাংবাদিক ভাইদের ভুল মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। গত ১ অক্টোবর শনিবার ওই দিন তিমিরপুর গ্রামের মতব্বির মিয়ার পুত্র শফিক মিয়ার সাথে আমার পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। এরই আলোকে শফিক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আর ওই বিষয়কে পুজি করে একটি কু-চক্রি মহল আমার ও আমার পরিবারের মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করেছে। এছাড়া সংবাদকর্মী জাবেদ তালুকদারের হা-পা কেটে ফেলা তো দুরের কথা ওই দিন সংবাদকর্মী জাবেদ তালুকদারের সাথে আমার কোন ধরণের ঝগড়া বা কোন কথা বার্তা হয়েছে বলে আমার জানা নাই এবং আমি মাদকসেবী ও মাদক বিক্রেতাও নই। এ বিষয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জিজ্ঞাসা করলেও জানা যাবে। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী পরিবারের পক্ষে
মোঃ গুলজার মিয়া
পিতা- মোঃ এলাইছ মিয়া,
সাং পূর্ব তিমিরপুর, ৯নং ওয়ার্ড,
নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর