,

আত্মসাতের দায়ে জালালাবাদ গ্যাস কর্মচারীর ১ বছরের সাজা

জুয়েল চৌধুরী : সিলেট জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিঃ গ্যাস-এর পাইপ লাইন শাখার সিনিয়র টেকনিশিয়ান কাম সুপারভাইজার মোঃ সাইজুদ্দিন সরকারের বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ১ বছরের সাজা হয়েছে। যুগ্ম দায়রা জজ ১ম আদালত হবিগঞ্জ-এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল আমিন এ দন্ডদেশ প্রদান করেন। একই সাথে চেকে উল্লেখিত টাকার সমপরিমান অর্থাৎ ৪০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোঃ সাইজুদ্দিন সরকার সিলেট সদর উপজেলার ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ ছোয়াব ম্যানশনের বসবাস করছে। তার মূল বাড়ি চাদপুর জেলার মতলব উপজেলার তালতলী গ্রামে। সে ওই গ্রামের মোঃ চনু মিয়ার সরকারের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর গ্রামের বশির আহমেদের পুত্র শফিকুল ইসলামের সাথে তখনকার হবিগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসে চাকরি করাকালীন সময়ে পরিচয় হয় সাইজুদ্দিন সরকারের। পরবর্তীতে তিনি একে একে ৪টি চেকের মাধ্যমে কর্জ নেন ৪০ লাখ টাকা। পাওনা টাকা ফেরত চাইলে তিনি শুরু করেন টালবাহানা। এক পর্যায়ে ৪টি চেকের মধ্যে ৪টি চেকই ডিজঅনার হয়। দায়ের করা হয় আদালতে মামলা। এরই প্রেক্ষিতে গত ৩ আগস্ট বিচারক সাইজুদ্দিনের বিরুদ্ধে সকল তথ্যাদির প্রমান পাওয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ড এবং চেকের চেকে উল্লেখিত টাকার সমপরিমান অর্থাৎ ৪০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় তার বিরুদ্ধে ইস্যু করা হয় গ্রেফতারি পরোয়ানা। পরবর্তীতে গ্রেফতারি পারোয়ানাটি পুলিশ সুপার সিলেটের মাধ্যমে সিলেট সদর থানায় প্রেরণ করা হয়। তবে খবর নিয়ে জানা গেছে তিনি পলাতক রয়েছেন।


     এই বিভাগের আরো খবর