,

নবীগঞ্জে ১৫শ মিটার অবৈধ জাল ধ্বংশ :: জেলের জরিমানা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে অবৈধ ১৫শ মিটার জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস ও এক জেলেকে ২ হাজার টাকা জরিমানা করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে জালগুলো উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ার। এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়নের আজিজুল হক নাকে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ১৫’শ মিটার বেড়জাল (মশারি জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে সহযোগিতা করেন, নবীগঞ্জ উপজেলা মৎস সিনিয়র কর্মকর্তা আসাদ উল্লাহসহ পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ার।


     এই বিভাগের আরো খবর