,

জমানো টাকায় ফোন কিনে করোনাকালীন সময়কে কাজে লাগিয়ে ‘উই’ এর মাধ্যমে সফল উদ্যোক্তা মাধবপুরের দিনা :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে পেয়েছেন স্মার্ট উদ্যোক্তা অনুদান

জাবেদ তালুকদার : মাত্র ২০ বছর বয়সেই একজন সফল নারী উদ্যোক্তা হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিনা খান। অনলাইনে নকশীকাঁথার পাশাপাশি মনিপুরী পণ্য এবং চা পাতা নিয়ে কাজ করছেন তিনি। সফলতার চুড়ান্ত শিখরে পৌছাতে না পারলেও মাত্র ২০ বছর বয়সেই যে পর্যায়ে এসেছেন এতে তাকে একজন সফল উদ্যোক্তা বলাই যায়। ইতিমধ্যেই তিনি একজন স্মার্ট উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে স্মার্ট উদ্যোক্তা অনুদান পেয়েছেন।
উদ্যোক্তা জীবনে এই পর্যায়ে পৌছানোর নৈপথ্যে রয়েছে নিজের পরিশ্রম, এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আর পরিবারের সমর্থন। সফল এই উদ্যোক্তার সাথে আলাপ হয় এ প্রতিবেদকের, কথা হয় উদ্যোক্তা জীবনের নানা দিক নিয়ে।
তার উদ্যোক্তা জীবন শুরুর গল্প জানতে চাইলে তিনি বলেন- ‘আমি বাবার ছোট মেয়ে। বিত্তশালী সমাজে আমাদের অনেক সুনাম, ভাই-বোন সবাই প্রতিষ্ঠিত। আমারও ইচ্ছা সবার মতো কিছু করবো, বাবার গর্ব হব। আমি নিজের উপর আত্নবিশ্বাসী হতে চাই।, ছোট থেকে ইচ্ছা ছিলো আমি এমন কিছু করবো আমার একটা পরিচয় হবে। ইচ্ছা ছিলো বড় হয়ে উকিল হব, একসময় যেকোন কারনে এই চিন্তা পরিবর্তন করলাম। আমি যখন ইন্টার পরিক্ষার্থী (২০২০ইং সালে) করোনা পরিস্থিতির কারণে পড়াশোনায় গ্যাপ পড়ে যায়, ভাবলাম এভাবে আর কত বসে থাকা যায়? তাই সিদ্ধান্ত নিলাম কিছু করতে হবে আমাকে। নিজের জমানো টাকায় ফোন কিনলাম। আমার বড় বোনের সাহায্যে অনলাইনে Women’s and E-commerce Trust (WE) এ জয়েন করলাম যেখানে হাজারো নারী উদ্যোক্তা দেশীয় পণ্য বিক্রি করে নিজের স্বপ্ন পূরন করছে। আমিও দেরি না করে ২০২০ সালের অক্টোবরে কাজ শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজ আমি একজন সফল এবং স্মার্ট নারী উদ্যোক্তা।’
উদ্যোক্তা হওয়ার পেছনে সবচেয়ে বেশি কার সহযোগিতা ও সমর্থন পেয়েছেন? প্রতিবেদকের এমন ‘প্রশ্নের জবাবে তিনি বলেন- আমার পরিবারের প্রত্যেকটা লোক আমাকে সাপোর্ট এবং সব ধরনের সহযোগিতা করেন। তাছাড়া আমার সহর্কমী এবং আত্নীয়স্বজনরাও আমাকে অনেক হেল্প করেন।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন- ‘আমি মনে করি, চাকরি নয় আমি আমার উদ্যোগ চালাবো আরো ১০ জন নারীর পাশে থাকবো। আমি তাদের আইডল হিসেবে কাজ করে যাব। আমরা নারী আমরা পারি। পড়াশোনার পাশাপাশি আমি আমার উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।’
জীবনে চলার পথে কোন উক্তি কিংবা কথাটি সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করে? প্রশ্নের জবাবে তিনি বলেন- আমার মা সবসময় বলেন ‘কষ্ট করে জীবন পরিচালনা করবা কিন্তু চুরি করবানা।’


     এই বিভাগের আরো খবর