,

নবীগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর সহায়তায় নবীগঞ্জে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪টি বিদ্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২২ পালিত হয়। স্কুলগুলো হল জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হিরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা এন্ড এতিমখানা, জামিয়া আনোয়ারুল মহিলা মাদ্রাসা, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিয়া ইসলামিয়া গন্ধামিল্লিক মাদ্রাসা, বঙ্গবন্ধু একাডেমি, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্টার ফিউচার কেজি, ১১নং কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাতগঞ্জ হাই স্কুল, কাজিগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা, সোনার বাংলা মডেল হাই স্কুল, বাংলাবাজার উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাই স্কুল, গোপলার বাজার হাই স্কুল, ৬১নং সমরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঞ্জেরী কেজি স্কুল, গোপলার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবুজ কুঁড়ি কেজি স্কুল, ৬০নং দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও রুস্তমপুর ‘ন’ মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। সড়ক নিরাপত্তা দিবসে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় ইউপি মেম্বার, বাজার কমিটির সদস্যগন এবং সিআর.এসজির সদস্যগণ উপস্থিত ছিলেন। ‘দাবি মোদের একটাই নিরাপদ সড়ক চাই‘ এই শ্লোগান এর মাধ্যমে তারা রাস্তায় মানববন্ধন করেন এবং জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালন করেন।


     এই বিভাগের আরো খবর