,

নবীগঞ্জে উপজেলা স্কুলে শিক্ষার্থীদেরকে টিকা প্রদান

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ উপজেলায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ করোনা প্রতিষেধক টিকা কার্য্যক্রমের আওতায় গতকার বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝ টিকা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেল ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহিন দলোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাঞ্চন বনিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষার্থী অভিভাবক মোঃ আনেয়ার হোসন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষার্থী অভিভাবক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষার্থী অভিভাবক নুরুল গণি চৌধুরী সোহেল, লোকমান আহমদ খান, স্বাস্থ্য সহকারী সুমি রানী পাল, অলি রানী রায়, সিএইচসিপি শিপ্রা রানী দাশ, শিক্ষক নাসমা বেগম, রুমা আচার্য্য, জামিল হোসেন, অর্পনা কুড়ি, রুমা বেগম, সুমি আক্তার, রেহা আক্তার প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান উপজেলায় ৩৫৭টি প্রাথমকি বিদ্যালয়ে ১৩ কর্মদিবসে আগামী ১২ নভেম্বর পর্যন্ত ৫২ হাজার ২ শত ৪৫ জন শিক্ষার্থীকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য শিশুদের টিকার চলমান কার্য্যক্রমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা স্কুলে প্রায় ৩৫০ জন ৩৭ জন ছাত্র-ছাত্রীকে টিাক প্রদান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর