,

মাধবপুরে কৃষি জমি থেকে বালু উত্তোলন :: নষ্ট হচ্ছে কৃষি জমি

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়নের কাওড়া গ্রামের ৩টি ফসলি কৃষি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের সহযোগীতায় বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ৬/৭ মাস ধরে বালু উত্তোলনের ফলে এলাকার কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। প্রভাবশালীদের ভয়ে স্থানীয় নিরীহ কৃষকরা কোন প্রতিবাদ করতে পারছেনা। স্থানীয় কৃষকরা জানান, কাওড়া মৌজায় কৃষি চাষাবাদের জন্য খুবই সমৃদ্ধশালী। এখানকার মাটিতে ধান, গম ও অন্যান্য রবিশস্য উৎপাদন হয়ে থাকে। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল গত ৬/৭ মাস ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে ঢাকা সিলেট মহাসড়কের পূর্বদিকে ৩ শ মেঘাওয়ার্ড কাছে স্তুপ করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। মাধবপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান আল মামুন বলেন, কৃষি জমি থেকে বেআইনিভাবে বালু উত্তোলনের কারনে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। এতে ধান ও অন্যান্য ফসলের উৎপাদন হৃাস পাবে। এভাবে কৃষি জমি নষ্ট করা হলে দেশের খাদ্য ঘাটতি দেখা দিয়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। যে এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে কৃষি জমি সুরক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হবে।


     এই বিভাগের আরো খবর