,

সেবাধর্মী মনোভাব নিয়ে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে :: এমপি আব্দুল মজিদ খান

এস এম খোকন : হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পুলিশের অভ্যন্তরেও সুশাসন, জবাবদিহিতা ও অপরাধের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশের কর্মকর্তাদের অন্যান্য সদস্যের সামনে নিজেদের কর্মকাণ্ড দিয়ে উদাহরণ সৃষ্টি করে দেখাতে হবে। ঔপনিবেশিক শাসনামলের মতো শুধু নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মতো আচরণ করলে চলবে না। তাদের সেবাধর্মী মনোভাব নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। গতকাল শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে বানিয়াচং থানা চত্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিপুল ভূষন রায় ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহ, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, আদর্শবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ। এছাড়া, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বানিয়াচং হবিগঞ্জ সড়কের কয়েকটি অংশ প্রদণি করে থানার সামনে এসে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর