,

এমপি আব্দুল মজিদ খানকে গ্রামবাসীর গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের সাদকপুর গ্রামবাসী জাতীয় সংসদে বারবার নির্বাচিত প্যানেল স্পীকার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভাটি অঞ্চলের প্রাণপুরুষ ও উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানকে বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় প্রতিটি পাড়ায় মহল্লায় ও গ্রামে-গঞ্জের রাস্তাঘাট, যাতায়াত, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়নসহ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ও উন্নয়ন সাধন করার কারণে হাজারো জনতার উপস্থিতিতে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করেছে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এমপি আব্দুল মজিদ খান এ অঞ্চলের রাস্তাঘাট, যাতায়াত, যোগাযোগ ও শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতায়ন ব্যবস্থাকে ব্যাপক উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজিয়েছেন যা স্বাধীনতার পরে আর কারও দ্বারা এরূপ উন্নয়ন সম্ভব হয়নি।
গতকাল রোববার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক লতিফ হোসেন ও পংকজ কান্তি পল্লবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এম.পি। এম.পি মজিদ খান বলেন- আপনাদের ভোটের আমানত নিয়ে আমি এমপি হয়েছি। জনসেবার মাধ্যমে আপনাদের উন্নয়নের মাধ্যমে সেই আমানত রক্ষা করা আমার একান্ত দায়িত্ব। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাদকপুর গ্রামের প্রখ্যাত আলেম ও সিকন্দরপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা মোঃ হিফজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক লতিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা আক্তার, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদ কোরাইশী মক্কী, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ মিয়া, ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, আজিজুল হক, হাফেজ মাহমুদুল হাসান, ইদ্রিছ আলী, শাহনুর আহমেদ, ইউপি আ্ওয়ামীলীগের সেক্রেটারী মাহফুজ আহমেদ, ছাত্রলীগ নেতা ছালেহ আহমেদ, রুবেল মিয়া, কামাল উদ্দিন, অজয় দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর