,

শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা :: নবীগঞ্জে ৪টি কেন্দ্রে পরীক্ষায় বসবে আড়াই হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : রবিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়। এরমধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর নবীগঞ্জ উপজেলার মোট ৪টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ২ হাজার ৫ শত ৪৮ জন পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় নবীগঞ্জ সরকারি কলেজ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ ও আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ২ শত ১৮ জন এবং ভোকেশনাল ৭৪ জন। মাদ্রাসার একমাত্র কেন্দ্র সঈদপুর বাজার মাদ্রাসায় আলীম পরীক্ষার্থী ২ শত ৫৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন বলেন- পরীক্ষাকে কেন্দ্র করে এরইমধ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে। এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। সময়সূচিতে মোট ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এসএসসি পরীক্ষা নেয়া হয় নভেম্বরের মাঝামাঝি আর এইচএসসি পরীা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
উল্লেখ্য- শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জনে। অর্থাৎ পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। বিদেশে ৮টি কেন্দ্র রয়েছে। সেখানে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।


     এই বিভাগের আরো খবর