,

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বানিয়াচংয়ে প্রস্ততিমূলক সভা

স্টাফ রিপোর্টার : ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মেলায় যেকোন উদ্ভাবনী বিষয় নিয়ে যে কেউ স্টল দিতে পারবেন। তবে স্টল স্থাপনের পূর্বে প্রশাসনকে অবগত করতে হবে। সভায় আগামী ০৯ নভেম্বর (বুধবার) দিনব্যাপী বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা করার সিদ্ধান্ত হয়।
এছাড়া একই সময়ে আগামী ৯ নভেম্বর (বুধবার) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একই স্থানে অতিথিদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। উক্ত সভায় উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর