,

বানিয়াচংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ গতকাল বুধবার সকালে একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে পরিষদ মাঠে এসে শেষ হয়। এ সময় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বিএসডি আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মোবাশ্বির আহমদ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের প্রমুখ। এছাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, উপজেলা হিসাব রক্ষন অফিসার লিটন চন্দ্র সুত্রধর, উপজেলা খাদ্য অফিসার খবির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন ও এরশাদ আলী, ইউএনও অফিসের উপপ্রশাসনিক অফিসার সুব্রত দেব, উপজেলা চেয়ারম্যানের সিএ ফজুর রহমান খান রুবেল,বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
একদিন ব্যাপি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেলায় মোট ২৪ স্টল অংশ নেয়। এরমধ্যে এসিলেন্ড অফিস ১ম, পল্লী বিদ্যুৎ ২য় ও স্বাস্থ্য কমপ্লেক্স ৩য় স্থান অধিকার করে। পরে তাদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর