,

নিজামপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেলেন। এই চট্টগ্রাম থেকেই বিএনপি আবারও জেগে উঠেছে গণসমাবেশের মধ্য দিয়ে। আওয়ামীলীগের পতন নিশ্চিত না করে বিএনপি ঘরে ফিরে যাবে না। তিনি গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা
বলেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবীতে এই সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফুল মিয়ার সভাপতিত্বে এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু তালুকদার ও আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এড. আফজাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাাদক নজরুল ইসলাম কাওছার, সদর উপজেলা বিএনপি নেতা এড. মইনুল হাসান দুলাল, মশিউর রহমান কামাল, এম এ মানিক, সৈয়দ আজহারুল হক বাকু, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিন, জেলা জিসাসের সভাপতি আব্দুল আওয়াল মেম্বার, আব্দুল জব্বার, জামাল আহমেদ, ইদ্রিস আলী, হাজী সাহেব আলী, নানু মিয়া, খলিল আহমেদ, উমর আলী, আলাই সরদার, আক্রাম আলী, আজমান তালুকদার, হাজী মরম আলী, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া তালুকদার, আব্দুল মতিন, মোঃ শোয়েব, লেবু মিয়া, নুরুল ইসলাম, খালেক মিয়া, সাহেব আলী, শামীম আহমেদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর