,

নবীগঞ্জ-আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির ২য় ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘীরে প্রার্থী ও ভোটাররা বিভিন্ন হাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার ও লিফলেটে সয়লাভ হয়ে ওঠেছিল। গতকাল শনিবার সকাল থেকে ভোটার ও প্রার্থীরা ঢাকা-সিলেট মহা সড়কের ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ দিলশাদ মিয়া চেয়ার প্রতীক নিয়ে ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে মোঃ লালিছ মিয়া ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক পদে মোঃ রোমান মিয়া মোরগ মার্কা নিয়ে ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন মিয়া অটোরিক্সা (সিএনজি) মার্কা নিয়ে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন, সাংগঠনিক সম্পাদক পদে মহসিন তালুকদার মোটরসাইকেল মার্কা নিয়ে ৩০৯ পেয়ে বিজয়ী হন, কোষাদক্ষ পদে মোঃ ফরিদ মিয়া মোমবাতি মার্কা নিয়ে ২০৩ ভোট পেয়ে বিজয়ী হন, দপ্তর সম্পাদক পদে ২জন, এর মধ্যে মোঃ নাসির উদ্দীন মই মার্কা নিয়ে ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন, প্রচার সম্পাদক ৩জন, এর মধ্যে মোঃ সুহেল মিয়া টর্চ লাইট মার্কা নিয়ে ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন, সদস্য পদে মোঃ জিলু মিয়া ভ্যান গাড়ি নিয়ে ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হন।
গতকাল শনিবার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তি পূর্ণভাবে এক টানা ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে নবীগঞ্জ থানার এএসআই গৌতম দাশ এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচন পরিদর্শন করেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, জেলা পরিষদের সদস্য শিপন আহমদ, হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির ডাইরেক্ট শাহ মুস্তাকিম আলী প্রিন্স সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, মোঃ কনর মিয়া ও সাংবাদিক এম এ আহমদ আজাদ।
ভোট গ্রহণ শেষে শ্রমিক, গাড়ির মালিক সহ কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীরা তাদের মনোনিত প্রার্থীদের ফলাফলের জন্য আউশকান্দি হীরাগঞ্জ বাজার, স্কুলের বাহিরের মাঠ সহ রাস্তার পাশে ও চা স্টলে অপেক্ষা করতে দেখা যায়। সন্ধা বেলা ফলাফল ষোঘনা হওয়ার সাথে সাথে যার যার বিজয়ী প্রার্থীদের নিয়ে বাজার এলাকায় ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করেন। এ সময় পুরো এলাকা জুড়ে আনন্দ উল্লাস বিরাজ করে।


     এই বিভাগের আরো খবর