,

মাধবপুরে কিন্ডারগার্টেন এর বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাধবপুরের ৩টি কেন্দ্র থেকে বিভিন্ন শ্রেণীর ১ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র মাদ্রাসা, অপরূপা বালিকা বিদ্যালয় ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হয় গতকাল ২৬ নভেম্বর শনিবার। এসময় পরিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এবং শিক্ষক সাইফুল ইসলাম মির্জা সহ প্রমুখ। কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি শাহীন মিয়া জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৭১ জন, অপরূপা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৫৫৬ জন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৮০৮ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে।


     এই বিভাগের আরো খবর