,

কিশোর-কিশোরীদের যৌন ও স্বাস্থ্য সচেতনতায় সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় কাজ করবে ‘অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ প্রকল্পের আওতায় ব্র্যাকের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এনজিও, স্কুল-কলেজ, ৩য় লিঙ্গের লোকজন, সাংবাদিক, সমাজসেবার সহকারি অফিসারসহ সহ প্রায় অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কাউন্সিলর ও আলী ইদ্রিছের প্রভাষিকা কুহিনুর আক্তার, পাশা এনজিওর পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি সমাজসেবা অফিসার জালাল উদ্দিন, ইকবাল আহমেদ, মোতাহের হোসেন, রুবিনা আক্তার, রুজি, সাগর রহমান, সুমি আক্তার, কাজী নাজমুল হোসেন, ৩য় লিঙ্গের জানু আক্তার ও সুমনা ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান। পরিচালনা করেন ডিস্ট্রিক ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা। এ সময় বক্তারা বলেন, অনেক কিশোর-কিশোরী ঝুঁকিপূর্ণ যৌন সমস্যার মধ্য দিয়ে বড় হয়। কিশোর-কিশোরী অবস্থায় তার শরীরে কী কী পরিবর্তন হতে পারে অভিভাবকদের সন্তানদের তা জানানো হয়ে ওঠে না। এক্ষেত্রে কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা দরকার। অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ প্রকল্পটি বাংলাদেশের কিশোর-কিশোরী, তরুণ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আরও দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। এ প্রকল্পটি টেকসই উন্নয়ন ল্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


     এই বিভাগের আরো খবর