,

চুনারুঘাটের ৩ প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাশের হার অর্ধেকের কম

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় এবার এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠানে পাশের হার ৫০ শতাংশের নিচে। ৩টি প্রতিষ্ঠানই চুনারুঘাট উপজেলায়। এসব প্রতিষ্ঠানে পরিক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৩০৭, পাশ করেছে ১৪০ জন ও কৃতকার্য হয়েছে ১৬৭ জন শিক্ষার্থী। পাশের হার ৪৫.৬০ শতাংশ। এদিকে প্রতিষ্ঠান ভিত্তিক দেখা যায়, উপজেলার শানখলা বিদ্যালয়ে পরিক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৫৭ জন, পাশ করেছে ২৫ জন, অকৃতকার্য হয়েছে ৩২ জন শিক্ষার্থী। পাশের হার ৪৩.৮৫ শতাংশ।
উবাহাটা ইউনিয়নের আলোর পথে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৭৪ জন, পাশ করেছে ৩৫ জন, অকৃতকার্য হয়েছে ৩৮জন শিক্ষার্থী। পাশের হার ৪৭.৯৭ শতাংশ।
দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ১৭৭ জন, পাশ করেছে ৮০ জন, অকৃতকার্য হয়েছে ৯৭ জন শিক্ষার্থী। পাশের হার ৪৫.১৯ শতাংশ।


     এই বিভাগের আরো খবর