,

“আয় থেকে ব্যায় বেশী কোন মতে সংসার চলে” –দ্রব্য মুল্যের দাম বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষ

রাজীব দেব রায় রাজু, মাধবপুর : দ্রব্য মুল্যের দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। যে আয় হয় তার চেয়ে বেশী ব্যায় হয়। কোন মতে সংসার চলে খেটে খাওয়া মানুষের। মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের গোকুল মোদক। মাধবপুর পৌর শহরে কর্মকার পট্টিতে সবজি বিক্রি করেন তিনি। প্রতিদিন সবজি বিক্রি করে ২ শ থেকে ৩ শ টাকা লাভ হয়। তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কোন মতে সংসার চলে তার। আয় থেকে ব্যায় বেশী। স্ত্রী, ২ মেয়ে নিয়ে সংসার তার। গোকুল মোদক জানান, প্রতিদিন ২ শ থেকে ৩ শ টাকা লাভ হয়। তা দিয়ে সংসার চালাতে হয়। এক কেজি চাউল কিনতে হয় ৬০ টাকা দিয়ে। তেল, লবন, মরিচ, ডাল কিনে আর টাকা থাকে না। সরকারি সহযোগিতা বলতে শুধু ১০ টাকা কেজি ধরে চাউল কিনার একটা কার্ড আছে। ১০ টাকার চাউল এখন ১৫ টাকা দিয়ে কিনতে হয়। এই আয় দিয়ে মেয়েদের পড়াশোনা করানো কঠিন।


     এই বিভাগের আরো খবর